রাজশাহী জেলা,তানোর থানা, অন্তর্গত বুনকেশর ব্রীজঘাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মীত ভবনের ছাঁদ ঢালায় এর কাজ চলছে। তানোর-গোদাগাড়ী সংসদ সদস্য মাননীয় এম পি মহদোয় আলহাজ মোঃ ওমর ফারুক চৌধুরীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়ায় মহোদয়ের উপর স্হানীয় এলাকা বাসী,শিক্ষক, শিক্ষার্থী সকলেই অভিনন্দন জানিয়েছেন।
খোজ নিয়ে দেখা যায় । তানোর-গোদাগাড়ী অসংখ্য শিক্ষা প্রতিষ্টানে বিল্ডিং দিয়ে ,উন্নয়ন মুলক কাজ করেছেন।