খোরশেদ আলম জীবন
বর্তমান প্রেক্ষাপটে মানুষ নিজেকেই নিয়ে এবং কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় তা নিয়ে বেশ ব্যস্ত। কিভাবে খেয়ে,পড়ে ভাল ভাবে বাচাঁ যায় সেটাই হয়ে দাড়াঁয় মানুষের আসল জীবন যুদ্ধ। কিন্তু আমরা যে পরিবেশে গড়ে উঠেছি, বসবাস করছি সেই পরিবেশ বাচাঁতে কিংবা কতদিন টিকে থাকবে তা নিয়ে কি কখনো ভেবে দেখেছি। পরিবেশ টিকে থাকতে জলবায়ু, গাছপালা, পশু পাখি,মাটি ও পানি এসব উপাদনের উপর নির্ভর করে। গাছ মানুষের বেচেঁ থাকার জন্য শুধুই অক্সিজেন দেন না, পরিবেশ টিকে থাকার জন্য পরিবেশের অন্যান্য উপাদানের মধ্যে
ময়মনসিংহ ভালুকা উপজেলা হবিরবাড়ী জামিরদীয়া ডুবাইলিয়া পাড়া ৫নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিদুল হাসান জয়, যুগ্ন সাধারণ সম্পাদক শামিন উসমান এর উদ্যোগে আব্দুল করিম সরকার মেমোরিয়াল স্কুল মাঠ ও রাস্তা পাশ দিয়ে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়।এসময় জন নেত্রী শেখ হাসিনার আহবানে মুজিব বর্ষে প্রত্যেকে তিনটি করে গাছ লাগানো পরামর্শ দিন নেত্রীবৃন্দরা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ মনির হোসেন ঢালী ইউনিয়ন যুবলীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মোঃ রাসেল আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড যুবলীগ, আলাউল আহমেদ মনির সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ,মাহবুবুর রহমান সভাপতি ৫নং ওয়ার্ড কৃষকলীগ ,নাসির আহমেদ সাবেক সভাপতি ৫নং ওয়ার্ড ছাত্রলীগ,মোকলেছুর রহমান সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড কৃষকলীগ,আনোয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী সহ,সুমন,সানোয়ার, রাসেল,নাজিম,সিয়াম,জুলহাস, রিফাত, মাসুদ,সুজন,পরান,রবি প্রমক।