মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে কালকিনিতে দেশীয় অস্ত্রসহ সবুজ তালুকদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে কালকিনির আলীনগর থেকে সবুজকে (২৯) আটক করা হয়। আটক সবুজ একই এলাকার হাচেন তালুকদারের ছেলে ও গাজীপুর ক্যান্টেনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের কম্পিউটার অপারেটর।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (পরিদর্শক) মো. নাসিরউদ্দিন মৃধা জানান, এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে আলিনগরের সবুজ হাওলাদার বাড়ি অস্ত্র মজুদ রেখেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কালকিনি থানা পুলিশ। পরে ঘরের বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে ১৩টি রামদা ও বেশকিছু লোহার পাইপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর সবুজকে শনিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।