রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের লাশ ফেলে পালিয়ে গেছেন স্বজনরা।
এম,রায়হান আলী রাজশাহী থেকেঃ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের লাশ ফেলে পালিয়ে গেছেন স্বজনরা। মৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান। তার বাবার নাম মোয়াজ আলী। রাজশাহীর চারঘাট উপজেলায় তার বাড়ি।
করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল ১০টার দিকে হাবিবুর রহমানের মৃত্যু হয়। করোনার সন্দেহভাজন রোগীদের এই ওয়ার্ডে রাখা হয়। তবে হাবিবুর রহমানের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। তারপরও স্বজনরা লাশ ফেলে পালিয়েছেন।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত্যুর আগ পর্যন্ত হাবিবুর রহমানের সঙ্গে তার স্বজনরা ছিলেন। তবে মৃত্যুর পর তারা লাশ ফেলে চলে গেছেন। তবে হাবিবুরের করোনা নেগেটিভ ছিল। তার লাশের ব্যাপারে পুুলিশকে জানানো হয়েছে। স্বজনরা লাশ না নিলে কোয়ান্টাম ফাউন্ডেশন বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করবে বলেও জানান হাসপাতালের এই কর্মকর্তা।
এর আগে শনিবার দিবাগত রাতে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নওগাঁর পত্নীতলা উপজেলার আজাদ আলী নামের এক ব্যক্তির মৃত্যুর পর তার ভাই এবং ভাবি পালিয়ে যান। তারা নিজেদের মুঠোফোন দুটিও বন্ধ করে রাখেন। বেলা আড়াইটা পর্যন্ত লাশটি হাসপাতালেই ছিল।
তবে পত্নীতলা থানা পুলিশ মৃতের স্বজনদের কাছে গিয়ে লাশ নেয়ার জন্য নির্দেশনা দিয়ে এসেছে বলে জানা গেছে। স্বজনরা গ্রহণ না করলে এই লাশটিও কোয়ান্টাম ফাউন্ডেশন দাফন করবে। আজাদ আলী করোনা আক্রান্ত ছিলেন।