জনসাধারণকে মাস্ক ব্যবহারে সচেতন করতে জিএমপি’র জনসচেতনতা কার্যক্রমঃ
এম,রায়হান আলী নিজস্ব প্রতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জনসাধারণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এর মধ্যে সকল থানার আওতাধীন বাসষ্ট্যান্ড, বাজার, জনসমাগমের স্থানে জনসাধারণকে মাস্ক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে ধারণা দেয়া, বিনামূল্যে মাস্ক বিতরণ করা, লিফলেট, হ্যান্ডবিল ইত্যাদি বিতরণ করা হচ্ছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসনে বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে সকল ক্রাইম জোনের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং অফিসার ইনচার্জগণ এই জনসচেতনতা বাস্তবায়নে সক্রিয় রয়েছেন। এছাড়াও করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে চলতেও জনসাধারণকে উৎসাহিত করা হচ্ছে।