নিজস্ব প্রতিবেদকঃ অনলাইন নিউজ পোর্টাল দৈনিক প্রতিদিনের কন্ঠে শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের নাকে পচন ধরা অসহায় বিধবা তহুরা খাতুনের বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। নিউজটি নজরে আসে শ্রীপুরের মাওনার শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক খন্দকার মোঃ আনোয়ার হোসেনের।এরপর ২৪ ঘন্টা না পেরোতেই মহিলার চিকিৎসার দায়িত্ব নেয় সংগঠনটি। পর্যায়ক্রমে বেশ কিছু সংবাদও প্রকাশিত হয়।তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার (১০ জুন) সকালে মহিলার খোঁজ খবর নিতে এবং সকল প্রকার কাগজপত্র সংগ্রহ করতে যায় আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন এর টীম।এ সময় তারা সাথে নিয়ে যায় পবিত্র কোরআন শরীফ,মিনিকেট চাল,কালিজিরা চাল,ডাল,তেল প্রভৃতি।এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক খন্দকার আনোয়ার বলেন, দৈনিক প্রতিদিনের কন্ঠে সংবাদ প্রকাশ হওয়ার পর বিষয়টি আমার হৃদয়ে দাগ কাটে এবং আমরা তৎক্ষনাৎ সংগঠনের কয়েকজনের সাথে পরামর্শ করে উনার চিকিৎসার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিই। সবচেয়ে বড় যে বিষয় তা হলো, মহিলার স্বামী মারা গিয়েছেন ২৫ বছর আগে, এরপর উনার ছেলে ক্যন্সারে আক্রান্ত হয়ে মারা যান প্রায় ৪ বছর আগে,এরপর উনার ছেলের স্ত্রী গার্মেন্টসে চাকরি করে কোনরকম সংসার চালাচ্ছেন, একটা নাতি আছে সেও পুরোপুরি বুদ্ধিমান নয়! এক কথায় একেবারে দুরবস্থার মধ্যে তারা দিনাতিপাত করছেন।স্থানীয় বাসিন্দা ও শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. রুমান মন্ডল বলেন, আলোর দিশারী এতো সুন্দর একটা মহৎ কাজের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর পক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবসময় আলোর দিশারীর জন্য শুভ কামনা থাকবে। স্থানীয় বাসিন্দা ও কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ জুলহাস উদ্দিন বলেন, আলোর দিশারী বরাবর সামাজিক ও মানবিক কাজ করে থাকে। আমাদের এলাকার এই অসহায় মহিলার চিকিৎসার দায়িত্ব নেওয়ার জন্য কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কন্ঠের সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম, পশ্চিম সোনাব নাটকের বাজার ঐক্য সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম নাজমুল, আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য সাদেক আহমেদ, মোঃ ইব্রাহিম খলিল, লিয়ন হাসান মন্ডল, মোঃ মোস্তফা কামাল, আতিক হাসান প্রমুখ।