বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক,করোনাভাইরাআক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
এম,রায়হান আলী রাজশাহী থেকেঃ
পাবনার কৃতি সন্তান মাত্র কিছুদিন পূর্বে যিনি সততা, দক্ষতা এবং জবাবদীহিতার জন্য শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন অত্যন্ত বিনয়ী, মানবিক, সৃজনশীল এবং জনবান্ধব কর্মকর্তা, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক, বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা, সরকারের অতিরিক্ত সচিব জনাব মো: আমিনুল ইসলাম আজ সকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নাহ লিল্লাহে ওয়া ইন্নাহ ইলাহে রাজেউন।)
তিনি ২০০৫ সালে নাটোর উপজেলা নির্বাহী কর্মাকর্তা ছিলেন তখন আমি নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ছিলাম এবং ২০০৭ সনে আমি কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালীন তিনি কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ছিলেন। আবার তিনি ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সিরাজগঞ্জের জেলা প্রশাসক থাকা কালীন আমি যথাক্রমে জয়পুরহাট এবং বগুড়ার পুলিশ সুপার ছিলাম। এর পরে তিনি যুগ্ম সচীব হয়ে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হয়েছিলেন তখন আমি বগুড়া এবং নওগাঁর পুলিশ সুপার ছিলাম। সমগ্র চাকুরী জীবনে তিনি অত্যন্ত সততা এবং সুনামের সংগে দায়িত্ব পালন করেছেন। আমাদের অত্যন্ত ঘণিষ্ট পারিবারিক সম্পর্ক ছিল। ভাবি এবং তাঁর দুই সন্তান অত্যন্ত মেধাবী এবং বিনয়ী। এইতো কয়েকদিন পূর্বেও বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক থাকা অবস্থায় অনেকবার তাঁর সংগে একাধিকবার কথা হয়েছে। একই জেলায় বা একই এলাকায় চাকুরী করায় আমাদের মধ্যে অত্যন্ত ঘণিষ্ট সুসম্পর্ক ছিল। কত কথা,কত স্মৃতি মনে পডছে। ভাই হারানোর ব্যথা অনুভব করছি । আমিনুল ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। হে আল্লাহ তাঁকে শহীদি মর্যাদা দান করে জান্নাতবাসী করুন। আমীন।