জগন্নাথপুরে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে বন্যাদুর্গত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার দিনভর ইউনিয়নের তেলিকোণা, কামারখাল, নোয়াগাঁও, গলাখাই, শ্রীঘরপাশা, জগদ্বীশপুর, সাদিপুর, কালিঢেকীসহ ১০টি গ্রামের পানিবন্দি দুইশত পরিবারের মধ্যে স্থানীয় ইউনিঢন পরিষদের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসি আওয়ামী লীগ নেতা আব্দুল হাসিম বাড়ি বাড়ি গিয়ে জিআর এর সরকারী চাল বিতরণ করেছেন। প্রতি পরিবারের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম জানান, গত ১০ থেকে ১২ দিন পূর্বে প্রথম দফায় বন্যায় ইউনিয়নের১২শত পরিবার পানিবন্দি হয়ে দুর্ভোগ পড়েছিলেন। গত কয়েকদিনের পরিস্থিতি উন্নতি হলেও দ্বিতীয় দফায় বন্যায় ৮শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। এরমধ্যে ৩৫টি পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। দুই শতাধিক দুর্গত পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। পর্যাক্রমে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে।