ভালুকায় পানিতে সাঁতার কাটতে গিয়ে দশম শ্রেনীর ছাত্রের মৃত্যু।
খোরশেদ আলম জীবন
ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের গোবদিয়া নয়নপুর পশ্চিম পাড়া নামক স্থানে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের গোবদিয়া নয়নপুর গ্রামের মানিক ড্রাইভারের বড় ছেলে শামীম আহমেদ (১৭) আজ রবিবার দুপুর ১২ টার দিকে স্থানীয় একটি ব্রীজ থেকে সাঁতার কাটতে লাফ দিয়ে ব্রীজ থেকে পানিতে পড়ে! ঘটনার পর প্রায় ৩০/৪০মিনিট পরে স্থানীয়রা ডোবা থেকে শামীমের মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেয়। নিহত স্কুল ছাত্র শামীম স্থানীয় গোবদিয়া সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীতে পড়াশোনা করত।