বাংলাদেশ ছাত্র মৈত্রী মানববন্ধন।
এম,রায়হান আলী রাজশাহী থেকেঃ
শতভাগ শিক্ষার্থীকে প্রযুক্তি সহায়তা ও বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট প্যাকেজ প্রদানে সরকারী প্রনোদনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ ছাত্র মৈত্রী।
মানববন্ধন থেকে বাংলাদেশ ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দ দাবি করেন, শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা ও বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট প্যাকেজ প্রদান করতে সরকারী প্রনোদনা দিতে হবে। এছাড়া করোনাকালীন সময়ে পরীক্ষার নির্ধারিত ফি বাতিল করতে হবে।