ব্যবসায় সফলতার দিকে এগিয়ে জৈনা বাজার মায়ের দোয়া ইলেকট্রনিক্স
নিজস্ব প্রতিবেদক গাজীপুর:
মার্সেল ফ্রিজে খাবার থাকবে ফ্রেশ,লাখপতি হতে পারলে জীবন চলবে বেশ,এই স্লোগানে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার মায়ের দোয়া ইলেকট্রনিক্স। এখন মার্সেল ফ্রিজ কিনে ডিজিটাল রেজিষ্ট্রেশন করে আপনিও হতে পারেন লাখপতি। রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।
আপনার কুরবানির মাংস ১০০% নিরাপদ রাখার দায়িত্ব মার্সেল ফ্রিজের, তাই এখনি একটি ফ্রিজ কিনে ফেলুন, চলে আসুন আমাদের শো ররুমে মার্সেল ডিস্টিবিউটর মায়ের দোয়া ইলেকট্রনিক্স।
জৈনা বাজার মায়ের দোয়া ইলেকট্রনিক্স এর চেয়াম্যান এমদাদুল হক মিলন বলেন, ঈদ উপলক্ষে মার্সেল নিয়ে এলো টিকটক ভিডিও কনটেস্ট। মার্সেল লাখপতি অফারের গানটি দিয়ে তৈরি করা হয়েছে টিকটক ভিডিও আর ক্যাপশনে রয়েছে মার্সেলের বিভিন্ন পূণ্যের নাম লিখে ঈদের অফার দিয়ে শেয়ার করা হয়েছে। এবং সর্বাধিক ভিউ, লাইক ও ক্রিয়েটিভিটির ভিত্তিতে সেরা ৩ জন স্টার পারফর্মার যথাক্রমে পাবেন মার্সেল ফ্রিজ, টিভি ও রাইস কুকার এবং পরবর্তী ১০ জন বিজয়ী পাবেন আকর্ষণীয় পুরস্কার।
তিনি আরো বলেন,মার্সেল এর যে কোন পণ্য পাইকারী ও খুচরা- সূলর্ভ মূল্যে বিক্রয় করা হয় স্থানীয় ক্রেতাদের জন্য মার্সেল তৈরি করছে আইওটিবেজড ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী স্মার্ট, ইনভার্টার ও আয়োনাইজার প্রযুক্তির এসি। এসব এসির কম্প্রেসরে ব্যবহৃত হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব এইচএফসি গ্যাসমুক্ত আর৪১০এ এবং আর৩২ রেফ্রিজারেন্ট। রয়েছে টার্বোমুড ও আয়োনাইজার প্রযুক্তি, যা দ্রুত ঠান্ডা করার পাশাপাশি রুমের বাতাসকে ধুলা-ময়লা ও ব্যাকটেরিয়া থেকে মুক্ত করে। কন্ডেন্সারে ব্যবহার করা হচ্ছে মরিচারোধক গোল্ডেন ফিন কালার প্রযুক্তি। এর ফলে মার্সেল এসি টেকসই ও দীর্ঘস্থায়ী।
মার্সেল এসিতে ব্যবহৃত ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসর বিদ্যুৎ সাশ্রয় করে ৬০ শতাংশ পর্যন্ত। গ্রাহকেরা মোবাইল ফোনের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রন্ত থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন মার্সেলের আইওটিবেজড স্মার্ট এসি। জানতে পারবেন এসির দৈনিক বা মাসিক বিদ্যুৎ খরচের পরিমাণ। ভয়েস কমান্ডের মাধ্যমে এসি চালু, বন্ধ, শীতাতপ মাত্রা বাড়াতে বা কমাতে পারবেন।
এদিকে, কাস্টমার ডাটাবেজ তৈরির মাধ্যমে অনলাইনে আরো দ্রুত ও উন্নত বিক্রয়োত্তর সেবা দেওয়ার লক্ষ্যে মার্সেল চালাচ্ছে ডিজিটাল ক্যাম্পেইন। এর আওতায় মার্সেল এসির ক্রেতাদের জন্য ৬০০ ফ্রিজ অথবা ১২ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ থাকছে। এছাড়া, সব ক্রেতার জন্যই আছে নিশ্চিত ক্যাশ ভাউচার পাওয়ার সুবিধা।
দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে মার্সেলের রয়েছে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় দেশব্যাপী ৭৩টি সার্ভিস সেন্টার রয়েছে। মার্সেলের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী এবং টেকনিশিয়ানরা প্রথম ২০০ দিনে দুইবার এসির ক্রেতাদের ফ্রি সার্ভিস দিচ্ছেন। ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। এ কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে লাখপতি হওয়ার সুযোগসহ ক্রেতাদের নিশ্চিত ক্যাশ ভাউচার দিচ্ছে মার্সেল।
যেকোন পরিস্থিতিতে মায়ের দোয়া ইলেকট্রনিক্স মার্সেল তার গ্রাহক ও পণ্য ব্যবহারকারীদের সন্তুষ্টি নিশ্চিত করে। বর্তমানে করোনাভাইরাসের কারণে পরিস্থিতি বিবেচনা করে মার্সেল এর যে কোন মডেলের ফ্রিজ,এসি,এলইডি ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের উপর দিচ্ছি বিশেষ ছাড় । তবে অন্যান্ন ঈদের তুলনায় এবার বেচা বিক্রি একটু কম। অন্য ঈদে জৈনা বাজার মায়ের দোয়া ইলেকট্রনিক্স ফ্রিজ বিক্রি করে হাজারের অদিক,এবছর করোনার কারনে ফ্রিজ বিক্রি অর্ধেকেরও কমে নেমে এসেছে।
মার্সেলের রয়েছে শতাধিক মডেলের ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ ও বেভারেজ কুলার। দাম ১০,৯৯০ টাকা থেকে ৬৪,৯০০ টাকার মধ্যে। নিজস্ব কারখানায় সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি মার্সেল ফ্রিজ ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী। এসবের মধ্যে রয়েছে আকর্ষণীয় ডিজাইনের গ্লাস-ডোর, ব্যাপক বিদুৎসাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির ফ্রস্ট ও সাইড-বাই-সাইড গ্লাস ডোরের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, বিএসটিআই’র ‘ফাইভ স্টার’ এনার্জি রেটিংপ্রাপ্ত রেফ্রিজারেটর। এসব ফ্রিজ স্ট্যাবিলাইজার ছাড়াই নিশ্চিন্তে চলে। মার্সেলের ফ্রিজে ব্যবহার করা হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর ৬০০এ রেফ্রিজারেন্ট। আন্তর্জাতিক মান যাচাইকারী সংস্থা নাসদাত-ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মার্সেলের প্রতিটি ফ্রিজের মান নিশ্চিত করেই বাজারে ছাড়া হচ্ছে।
সর্বোচ্চ গুণগতমানের আত্মবিশ্বাসে মার্সেল ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি সুবিধা দেওয়া হচ্ছে। দ্রুত বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে মার্সেলের রয়েছে ৭৪টি সার্ভিস সেন্টার।