খোরশেদ আলম জীবন
ময়মনসিংহের ভালুকায় দুই বাসের সংঘর্ষে এক বাস হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরোও কয়েক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২১জুলাই) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ী স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ঢাকাগামী রাজিব পরিবহনের যাত্রীবাহী একটি বাসকে পেছন দিক থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের আরেকটি বাস (ঢাকা মেট্টো-ব-১৫-১১৬৫) ধাক্কা দিলে ইসলাম পরিবহনের হেলপার মোঃ শরিফ খান (৪০) ঘটনাস্থলেই মারা যান। নিহতের পকেট থেকে একটি আইডি কার্ডে তার পিতার নাম মৃত ইদ্রিস আলী খান লেখা আছে। বিস্তারিত ঠিকানা জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
ভরাডোবা হাইওয়ে পুলিশের এস আই আশরাফ উদ্দিন জানান, সকালে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতের ঠিকানা এখনো জানা যায়নি।