জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যায় পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছেন জগন্নাথপুরের ইউএনও ( অতিরিক্ত দায়িত্ব) জগন্নাথপুর সহকারী কমিশনার (এসিল্যাড) ইয়াসির আরাফাত।
আজ বুধবার (২২ জুলাই) দুপুরে তিনি পৌরএলাকার মইয়ার হাওরপাড়ের হবিবনগর ও ডরের পার এলাকায় বন্যাদুর্গত ৬০টি পরিবারের মধ্যে ত্রাণ প্রদান করেন। এসময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া, দৈনিক কালের কন্ঠের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আলী আহমদ, উপজেলা ত্রাণ ও দুর্যোগ অফিসের সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন, পৌরসভার প্যানের মেয়র-২ সুহেল আহমদ, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি ও জাতীয় দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো: ইয়াসির আরাফাত বলেন, আমদের স্থানীয় সংসদ সদস্য মাননীয় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নির্দেশনায় জগন্নাথপুরে দুর্গতদের পরিবারের লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। চিন্তার কারণ নেই আমাদের পর্যাপ্ত ত্রাণ রয়েছে।। গোবিন্দ দেব জগন্নাথপুর