নিজস্ব ডেস্ক
সারাদেশে ৭ দিনে ১৭১৪ মামলায় ২৫৩০ জন গ্রেফতার
মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর শুন্য সহনশীলতা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর নির্দেশে দেশব্যাপী চলমান পুলিশী কার্যক্রম নিরিবিচ্ছিন্নভাবে এগিয়ে চলছে।আইজিপি’র প্রাধিকারভুক্ত কার্যতালিকায় দেশমাতৃকাকে মাদকমুক্ত করা একটি অন্যতম প্রায়োরিটি।
সেই ধারাবাহিকতায় মাত্র ০৭ দিনে পুলিশ কর্তৃক ১৭১৪ টি মামলায় ২৫৩০ জন মাদক কারবারী ও সেবনকারী গ্রেফতার হয়েছে। চলতিমাসে ১২ থেকে ১৮ জুলাই ২০২০ পর্যন্ত পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক দায়েরকৃত এসব মামলায় ৩,০২,২৫৯ পিছ ইয়াবা, ৫৮৪৯ বোতল ফেন্সিডিল, ২ কেজি ৪৬২ গ্রাম হেরোইন, ৮২০ কেজি গাঁজা, ২৬৮২ লিটার দেশি মদ এবং ২৯১ বোতল বিদেশীমদ উদ্ধার হয়েছে ।
প্রিয় মাতৃভূমিকে মাদকমুক্ত করতে আইজিপির প্রাধিকারভুক্ত এই কার্যক্রম দিনের পর দিনে অধিকতর গতিশীলতার সাথে এগিয়ে যাচ্ছে, প্রান্ত থেকে কেন্দ্রে, সর্বত্র ; সুচারু ও সমন্বিতভাবে।
দেশ ও জনগনের সেবায় সর্বদাই বাংলাদেশ পুলিশ।