নিজস্ব প্রতিবেদন
আজ ২৩ জুলাই, ২০২০ তারিখ বৃহস্পতিবার বিকাল ০৪:০০টায় পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় সম্মেলন কক্ষে ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ মহোদয় এর সভাপতিত্বে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২০ উপলক্ষে ‘ঈদ যাত্রায় ঘরমুখী সম্মানিত যাত্রী সাধারণের নির্বিঘ্নে চলাচলের নিমিত্তে’ এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত ভিডিও কনফারেন্সে বাংলাদেশ পুলিশের প্রধান প্রধান ইউনিটসমূহ সংযুক্ত হয়। উক্ত ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার), বাংলাদেশ পুলিশ।
আইজিপি মহোদয় করোনাকালকে প্রাধান্য দিয়ে Sensitive Policing এর গুরুত্বারোপ করে জনসাধারণের জীবন-জীবিকাকে প্রাধান্য দেয়া, সকল প্রকার অনিয়ম দূরীকরণ, কোরবানীর পশুর হাটে স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতকরণ, Coordination Machanism, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। সবাইকে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে উক্ত সভার পরিসমাপ্তি ঘটে।
উল্লেখ্য, এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম), রাজশাহী রেঞ্জসহ রাজশাহী রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।