ক্র্যাব কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে আইজিপি’র মতবিনিময়।
এম,রায়হান আলী নিজস্ব প্রতিনিধি।
‘মিডিয়াকে আমরা সহকর্মী মনে করি। মিডিয়া প্রকৃতপক্ষে আমাদের আয়না। গত তিন মাসে বাংলাদেশ পুলিশের বর্তমান মুখচ্ছবি মানুষের কাছে তুলে ধরেছে মিডিয়া। আমরা ভালো কাজ করলে মিডিয়া প্রশংসা করবে, আবার খারাপ কাজ করলে তাও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবে।’
আজ বুধবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ শাপলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে এক আলাপচারিতায় মিডিয়া সম্পর্কে এভাবেই নিজের মনোভাব তুলে ধরেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়।
বাংলাদেশের মিডিয়াকর্মীদের ব্যাপারে অত্যন্ত আশাবাদী পুলিশ প্রধান বলেন, আমাদের মিডিয়াকর্মীরা একদিন আন্তর্জাতিক মান অর্জন করবে। তিনি বলেন, আমরা সব সময় মিডিয়াকে সহযোগিতা করে থাকি। ভবিষ্যতেও
পুলিশ-মিডিয়া পারস্পরিক পেশাগত সম্পর্ক ও সহযোগিতা অব্যাহত থাকবে।
পুলিশ বাহিনী সম্পর্কে তিনি বলেন, আমরা পাঁচটি টার্গেট নিয়ে বর্তমানে কাজ করছি। আমি অবসরে গেলে কিভাবে পুলিশকে দেখতে চাই, সেভাবেই পুলিশকে গড়ে তোলার চেষ্টা করছি।
ক্র্যাবের সভাপতি জনাব আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান বিকু এ সময় বক্তব্য রাখেন। সভাপতি তাঁর বক্তব্যে আইজিপির বর্ণাঢ্য কর্মময় জীবন এবং অভিজ্ঞতা তুলে তুলে ধরে তাঁর ভূয়সী প্রশংসা করেন। বর্তমান পুলিশ প্রধানকে একজন অত্যন্ত উঁচুমানের ‘আইকনিক লিডার’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, গত তিন মাসে মানুষ জেনে গেছে আপনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ কিভাবে বদলে যাচ্ছে। এখন সর্বত্রই মানুষ পুলিশের প্রশংসা করছে, সুনাম করছে।
আইজিপি তাঁর বক্তব্যের শুরুতে করোনায় আক্রান্ত হয়ে পুলিশ সদস্যসহ দেশে-বিদেশে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। যারা অসুস্থ আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।