স্টাফ করসপন্ডেন্ট রংপুর
রংপুর নগরীর ধাপ এলাকায় সেবা প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়েছে রংপুর র্যাব-১৩। সেই সাথে হাসপাতালের মালিক রফিকুল ইসলামকে ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের প্রতারিত করার অভিযোগে ওই ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র্যাব। সেই সাথে ভ্রাম্যমান আদালত এক লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে।
অন্যদিকে হাসপাতাল থেকে সকল রোগীদের অনত্র স্থানান্তর করে সীলগালা করার আদেশ দেয়া হয়েছে।
র্যাব ১৩ কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান জানায়, আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর ধাপ এলাকায় সেবা প্রাইভেট হাসপাতাল নাম দিয়ে চার তলা বিশিষ্ট ভবন ভাড়া নিয়ে হাসপাতাল পরিচালনা করে আসছিলো।
হাসপাতালটি স্বাস্থ্য বিভাগের কোন অনুমোদন ছাড়াই অবৈধ ভাবে রোগী ভর্তি করে চিকিৎসার নামে রোগীদের প্রতারিত করে আসছিলো।
গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল হাসপাতালে অভিযান চালায়, হাসপাতালের মালিক রফিকুল ইসলাম নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সাইন বোর্ডে ডা, রফিকুল ইসলাম উল্লেখ করে রোগীদের প্রতারিত করে আসছিলো।
স্বাস্থ্য বিভাগের কোন অনুমোদন না থাকায় র্যাবের ভ্রাম্যমান আদালত এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডের আদেশ প্রদান করে। সেই সাথে ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে প্রতারনা করার অভিযোগে ভুয়া ডাক্তার রফিকুল ইসলামকে গ্রেফতার করে র্যাব।