রাব্বি রাজশাহী ক্যামেরাম্যান
রাজশাহী জেলা তানোর উপজেলা পরিষদ হলরুমেতানোর পৌরসভার ৭নং ওয়াড রায়তান বাজে আকচা আওয়ামী যুবলীগ সভাপতি আলফাজ দেওয়ান করোনায় আক্রান্ত হয়ে ২৪ শে জুলাই রাজশাহী মেডিকেল হাসপাতালে দুপুর ২ঃ৩০ মিনিটেমৃত্যুবরণ করেন।তার জন্য শোকসভা।
ও মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এম,পি মহোদয়ের সহধর্মিণী নিগার সুলতানা চৌধুরী করনায় আক্রান্ত হওয়ায় তার জন্য সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান টি আয়োজন করেন তানোর উপজেলা চেয়ারম্যান মোঃ লুৎফর হায়দার রশীদ (ময়না)।
দোয়া মাহফিল শোক সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জননেতা জনাব মোঃ লুৎফর হায়দার রশীদ (ময়না) চেয়ারম্যান মহোদয়।
সভাপতিত্ব করেন তানোর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব খাদেমুন নবী চৌধুরী বাবু।
বিশেষ অতিথি ছিলেনমোঃ আবুল বাসার সুজন।উপজেলা ভাইস চেয়ারম্যানমোঃ আবুবাক্কার সিদ্দিক। মোঃআতাউর চেয়ারম্যান, মোঃ মজিবর চেয়ারম্যান,মোঃ কাশেম চেয়ারম্যান, কামার গা সভাপতি মোঃফরহাদ,তানোর যুবলীগ সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, তানোর পোর যুবলীগ সভাপতি হিরো ভাই ও তানোর সৈনিক লীগ সভাপতি নয়ন।পাঁচন্দর ইউনিয়ন সৈনিক লীগ সভাপতি ও সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়িক মোঃ সাদেকুল ইসলাম সাদেক প্রমুখ।
ও বিশাল জনপ্রিয় ব্যাক্তি বিশেষ অথিতি ছিলেন।বিশিষ্ট ব্যাবসায়িক, সমাজ সেবক,রাজনৈতিক চিন্তাবীদ মোঃ আবুল বাসার সুজন বলেন মৃত আলফাজ ভাই অত্যন্ত স্পর্শকাতর নম্র ভদ্র একটি ভাল মানুষ ছিলেন এই তো কিছু দিন আগে কাশিম বাজার এম পি ভাই ও আমার সঙ্গে দেখা হয়েছিল।তিনি বলেন আল্লাহ্ যেন উনাকে জান্নাত বাশি করেন।ও এম পি মহাদয়ের সহধর্মিনীর জন্য দোয়া ও স্বুস্থতা কামনা করেন।সবাই বক্তব্য দেন মুনাজাত শেষে প্যাকেট বিরিয়ানি খাবার প্রদান করেন। সভায়ঃ উপস্থিত ছিলেন তানোর উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মী।