বন্যা কবলিত পরিবারের মাঝে ঈদের মাংস বিতরণ
সোহেল রানা রাজশাহী জেলা প্রতিনিধি
আজ ০১-০৮-২০২০ ইং শনিবার পবিত্র ঈদুল আযহা’ উপলক্ষে বন্যা কবলিত পরিবারের কথা চিন্তা করে “খাসির মাংস” বিতরণ করা হয়।
তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না’র পক্ষে তানোর পৌর যুবলীগের সভাপতি রাজীব সরকার হিরো খাসির মাংস বিতরণ করেন।
উল্লেখ্য যে তানোর পৌর: ৩নং ওয়ার্ড ধানতোর টান্টা পুখুরে ১২টি পরিবার বসবাস করে আসছেন। হঠাৎ বন্যাতে বাড়ি ঘর ডুবে যাওয়া তে ‘তানোর টেকনিক্যাল এন্ড বিএম কলেজে’ তারা পরিবারের সদস্যকে নিয়ে মানবতার জীবন যাপন করছেন।
তাই ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নিতে চেয়ারম্যান ময়নার নির্দেশনায় সেই বন্যা কবলিত ১২টি পরিবারের খোঁজখবর সহ ঈদ উপলক্ষে খাসির মাংস বিতরণ করেন, রাজীব সরকার হিরো।