মো: সাহিদুজ্জামান (সবুজ)
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা হবিরবাড়ী স্কয়ার মাস্টারবাড়িতে সুদের টাকার জেরে কাজল নামের এক ফল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। জানাযায়, স্কয়ার মাস্টারবাড়ি তেপান্তর সংলগ্ন মো: মোক্তার হোসেনের বাড়ির ভাড়াটিয়া মোছা: জহুরা খাতুনের কাছ থেকে ফল ব্যবসায়ী মো: উজ্জল মিয়া বিগত ৮ মাস আগে ১৫ টাকা হার সুদে ১৫,০০০টাকা সুদি নেয়। কাজল মিয়া জানায়, বিগত আট মাসে তার সুদি টাকার সুদসমেদ প্রায় বিয়াল্লিশ হাজার টাকা জহুরাকে দেওয়া হয়েছে। এবং শেষবার প্রতিবেশি রিটন মিয়া, আলী ও তামান্না খাতুনকে স্বাক্ষী রেখে গেলো মাসের ২৬ তারিখে তার সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়েছে। উজ্জল মিয়ার পরিবার সূত্রে জানাযায়, গতকাল রাত ৩০শে জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে জহুরা বেগম ভাড়াটিয়া অজ্ঞাত ৭/৮ জন সন্ত্রাস বাহিনী দ্বারা ঐ টাকার জের ধরে উজ্জল মিয়ার দোকান ভাংচুর ও তাকে মারপিঠ করে মারাক্তক ভাবে আহত করে। পরে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা আহত অবস্থায় উজ্জল মিয়াকে উদ্বার করে স্থানীয় ডাক্তার দ্বারা চিকিৎসা করায়। এ বিষয়ে ফল ব্যবসায়ী উজ্জল মিয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।