স্টাফ রিপোর্টার তৈয়বুর রহমান
শ্রীপুর উপজেলার পশ্চিম আক্তাপাড়া যুব সংঘের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে বিনোদনমূলক অনুষ্ঠান কাছি টানের আয়োজন করা হয়। সাখাওয়াত শিকদার অনুষ্ঠানের উদ্বোধন করেন। সভাপতির দায়িত্ব পালন করেন বিশিষ্ট সমাজসেবক মফিজউদ্দিন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা।। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে মোহাম্মদ রাশিদুল ইসলাম এম এস এস, আরো উপস্থিত ছিলেন তৈয়বুর রহমান স্টাফ রিপোর্টার দেশ টিভি বাংলা ও সহ-দপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম গাজীপুর জেলা শাখা, জাহাঙ্গীর আলম জাহিদুল ইসলাম , নাহিদুল ইসলাম ,নাহিদ হাসান ,, মামুন, খায়রুল ইসলাম খোকা, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত খেলায় যে দুটি দল কাছি টানে অংশগ্রহণ করেন দক্ষিণ আক্তাপাড়া বানাম পশ্চিম আক্তাপাড়া। বিজয়ী দল দক্ষিণ আক্তাপাড়া সাহিবুল্লার দল দ্বিতীয় হয়েছেন জাহাঙ্গীরের দল।