প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সোহেল রানা রাজশাহী তানোর প্রতিনিধি গত ০২/০৮/২০২০ইং তারিখ রবিবার রাজশাহী স্থানীয় দৈনিক সোনালী সংবাদ পত্রিকায় প্রকাশিত “আওয়ামীগ নেতার পাশে চরমপন্থী ও যুবদল নেতা” সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
আমি একজন ব্যাবসায়িক ও সমাজ সেবক আমাকে সমাজে হেয় প্রতিপন্ন ও সম্মান হানীর জন্য প্রকাশিত সংবাদে মিথ্যা তুলে ধরা হয়েছে।
সুজন বলেন ঈল-উল আযহা উপলক্ষে তানোর পৌরসভার সকল শ্রেণীপেশার অসহায় দরিদ্র ও বন্যাকবলিত পরিবারের মাঝে কুরবানির মাংস দিয়েছি এটা রাজনৈতিক কোন বিষয় না আয়ান ও আবু হেনা আমার কর্মচারী সেই সুবাদে মাংস বন্টনে সাহায্য করেছেন তার বাইরে আর কিছুই না ।
দান খয়রতে কোন রাজনীতি চলে না——
আমি সমাজ সেবক আমার কাজ সাধারণ মানুষের সেবা করা। কে আ:লীগ ও বি এনপি সেটা বড় কথা না। অসহায় দরিদ্র ও বন্যাকবলিত পরিবারে রাজনীতি চলে না আমার কর্মকাণ্ড দেখে কেউ যদি বিএনপি থেকে আওয়ামী লীগের যোগ দেয় সেটা দলের জন্যই ভালো।
পরিশেষে সুজন বলেন,একটা কথাই বলতে চাই আমি তানোর পৌরসভার উন্নয়ন করতে চাই, সাধারণ মানুষের পাশে থাকতে চাই আমার উদ্দেশ্য হরিলুট করা না। আল্লাহর রহমতে আমার যতটুকু আছে তিন পুরুষ খেলেও ফুরাবেনা আমি শুধু সাধারণ মানুষের দোয়া চাই।
একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রকাশ করেছে।
আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অন্যদিকে তানোর পৌর: আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সকল শ্রেণীর মানুষ এই ভিত্তিহীন নিউজ এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।