তানোরে মিজান,সাদেক,বিজেন এর সমন্বয়ে এম,পির পক্ষে হোন্ডা শৌডাউন প্রদর্শন।
মোঃ রাব্বি আল-আমিন ক্যামেরা ম্যান,তানোর,রাজশাহী।
আজ পাচন্দর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অলি গলি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তানোর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামিলীগের শিক্ষা ও মানবকল্যান সম্পাদক অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান…
পাঁচন্দর ইউনিয়ন সৈনিক লীগ সভাপতি মোঃ সাদেকুল ইসলাম সাদেক
ও পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্রী বিজেন তারা যৌথ ভাবে প্রায় কয়েক শত মোটর সাইকেল নিয়ে উপজেলা চেয়ারম্যান ও মাননীয় এমপি আলহাজ ওমর ফারুক চৌধুরীর নৌকার পক্ষ থেকে তারা ইউনিয়নের প্রত্যাক ওয়াডের অলি গলি হোন্ডা ল্যালি ও শোডাউন দেন নৌকার জয়গান গাইতে থাকেন ।এবং তারা হাত মুছাফা মুলাকাদ করেন।সাধারন জন গন অনেক কথা শত স্ফুর্তভাবে। আবেগে করে বলেন ও আশ্বাস দেন যে বর্তমান মতিন চেয়ারম্যান বাদে যে কেউ নৌকার প্রতিক নিয়ে আসুক আমরা তাকে সমর্থন করবো। যেমন আকতার থানা কমিটির সদস্যা আকতার,ওয়াড সভাপতি গাফফার,বিশিষ্ঠ সমাজ সেবক আবু হাজি প্রমুখ।সাধারণ মানুষ দীর্ঘ শ্বাস ফেলে তাদের হুইসিল ও র্যালির সাথে সাথে হাত তালি ও ড্যান্স দিয়ে আনন্দ, উল্লাস, উপভোগ করেন। এবং বর্তমান চেয়ারম্যান মোঃআব্দুল মতিন এর চেয়ে কয়েক গুন বেশি মটর সাইকেল নিয়ে র্যালি করেন।মিজান, সাদেক,বিজেন প্রমুখ। পরিশেষে মিজান ও সাদেক এক কন্ঠে বলেন আমরা জনগনের সাথে আছি থাকতে চাই।।