স্টাফ রিপোর্টার// ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাংবাদিক মাসুদের বড় ভাই মনিরুজ্জামানকে হত্যা ও তাঁর পরিবারে হামলা করে পিতা,ভাই এবং একমাত্র বোনকে কুঁপিয়ে গুরতর আহত
করায় ত্রিশালে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৬আগস্ট রবিবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে মানববন্ধনটি করা হয়।
ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, সাবেক ত্রিশাল ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, ত্রিশাল বাজার কমিটি সাবেক সভাপতি শফিউল অালম বাবলু ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম ফজলে রশীদ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, ত্রিশাল সাংবাদিক সমিতি (বাসস)’র সভাপতি খোরশিদ আলম মজিব, রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ইব্রাহীম খলিল নয়ন ও নিহত মনিরের স্ত্রী সালমা বেগম প্রমুখ।
এ মানববন্ধনে হাজার হাজার মানুষের ঢল ও নিহত মনিরের স্ত্রীর বুক ফাঁটা আত্মনাৎ আবেগাপ্লোত কন্ঠে বক্তব্যে সবার হৃদয়কে স্পর্শ করেছে। যদিও মিছিল হয়নি তবে কান্নার মিছিলে ভারী হয়ে উঠছিল মানববন্ধন এলাকায়। এ বিভিন্ন সময় বক্তারা সাংবাদিক পরিবারে বর্বরোচিত হামলা ও হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের আইনি প্রক্রিয়ায় দ্রুত এবং সর্বোচ্চ বিচারের দাবী জানান।