তানোৱ মডেল মসজিদের ভিত্তিস্থাপন ও শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতাৱনে ফাৱুক চৌধুৱী
সোহেল রানা , রাজশাহী তানোর থেকে
চলতি মাসেৱ ২৫শে আগস্ট মঙ্গলবার রাজশাহী তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক পৃথক অনুষ্ঠান হয়।
২০১৯-২০২০ অর্থ বছরে মাননীয় এম.পি র এডিবির ব্যক্তিগত বরাদ্দের অর্থায়নে জে.এস.সি/ জে.ডি.সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ৮৪ টি বাইসাইকেল দেওয়া ও ২০১৯-২০২০ অর্থ বছরের ৪র্থ কিস্তির ক্যান্সার,কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া ১৯ জন রোগীদের প্রত্যেককে ৫০,০০০ টাকাৱ চেক প্রদান করা হয় এবং উপজেলার পরিষদ চত্বরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়।
পৃথক পৃথক তিনটি আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও রাজশাহী-১ সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ফারুক চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনো নেত্রী শেখ হাসিনা ইসলামকে সঠিক মর্যাদা দিচ্ছেন যা বিএনপি সরকারের আমলে দেওয়া হয়নি।
শিক্ষার গতি বাড়ানোর জন্য প্রত্যেকটি স্কুলে প্রতিযোগিতাৱ মাধ্যমে প্রথম ও দ্বিতীয় দের মধ্যে একটি করে সরকার থেকে বাইসাইকেল উপহার দেওয়া হয় এতে করে স্কুল পর্যায়ে লেখাপড়ার গতি বৃদ্ধি হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আ:লীগ যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব লুৎফর হায়দাৱ ৱশিদ ময়না।
তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাকিবুল হাসান, সমাজসেবা অফিসার মাতিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ, রাজশাহী জেলা আ’লীগ নেতা শরিফ খান, রাজশাহী মহানগর বোয়ালিয়া পশ্চিম শাখা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল বাশার সুজন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রাম কমল মাস্টার, সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান মাস্টার, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান ,মুন্ডুমালা পৌর আ’লীগ সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আমির উদ্দীন আমিন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর নাহিদ হোসেন, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, আব্দুল মতিন, আতাউর রহমান, মাইনুল ইসলাম স্বপন, তানোর পৌর আওয়ামী যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরো, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সাধারণ সম্পাদক বদিউজ্জামান নয়ন, তানোর পৌর বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি বিশ্বজিত চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন। শেষে ১৫ আগস্ট ও ২১ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।