জগন্নাথপুরে ভারতীয় বিড়ির ‘মালামাল ’সহ আটক-১
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর থেকে ভারতীয় নাসির বিড়ির সালানসহ একজনকে আটক করেছে।
আজ মঙ্গলবার আটককৃত ব্যক্তিকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানান, গত সোমবার মধ্যরাতে জগন্নাথপুর-সিলেট সড়কের উপজেলা পরিষদের ভুমি অফিস সংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার পথে নিষিদ্ধ ইন্ডিয়ান নাসির বিড়ির সালান বহণকারী একটি কাভারব্রেন গাড়ী আটক করে জগন্নাথপুর থানা পুলিশ। এসময় রকিব মিয়া (২৫) নামের এক যুবককে আটক করা হয়। তিনি সিলেটের ওসমানিনগর থানার খাইয়াখাইড় গ্রামের আব্দুল করিমের ছেলে।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির বলেন, গোপন তথ্যের ভিত্তিত্বে নিষিদ্ধ ভারতীয় বিড়ির সালান জব্দ করা হয়েছে। বিড়ি সংখ্যা ছিল দুই লাখ দশ হাজার। যার মূল্য দুই লাখ ৯০ হাজার টাকা। এঘটনায় একজনকে আটক করা গেলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বিশ্বনাথের বন্ধুয়া গ্রামের ফয়জুল হক ও দক্ষিণ সুনামগঞ্জের রসনী গ্রামের আজাদ পালিয়ে গেছে। বিড়িবহনকারী গাড়ীটি আটক করা হয়েছে। বিশ্বনাথ থেকে জগন্নাথপুর হয়ে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা এলাকায় বিড়ি নিয়ে যাওয়ার কথা ছিল বলে আটককৃত ব্যক্তি পুলিশ জানিয়েছে।
#