ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুকে নিয়ে কুটুক্তি ও জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে যুবক আটক
মামুনুর রশিদ (মামুন), ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মূর্যাল নিয়ে কুটুক্তি ও জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে গোলাম রাব্বানী (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বড়গাঁও ইউনিয়নের লক্ষীর হাট নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
গোলাম রাব্বানী (২৮) ৪ নং বড়গাঁও ইউনিয়নের লক্ষীর হাট মালি পাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে চা বিক্রেতা।
স্থানীয় বাসিন্দারা জানান, গোলাম রাব্বানী বিভিন্ন সময় বঙ্গবন্ধুর মূর্যাল নিয়ে কুটুক্তি করতো। গত সোমবার ইউনিয়ন পরিষদের সামনে বঙ্গবন্ধুর মূর্যালের পাশে জাতীয় পতাকার প্রতি সন্মান জানানোর জন্য যে বাঁশ ছিলো তা সে রাতের আধারে কাউকে না জানিয়ে চুরি করে এবং সে বিভিন্ন সময় অসাম্প্রদায়িক কথা বার্তা বলে আসতেছিলো।
এ বিষয়ে ৪ নং বড়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন দেবনাথ মণি বলেন, গোলাপ রাব্বানী বিভিন্ন সময় জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কুটুক্তি করতো এবং গত সোমবার জাতীয় পতাকা উত্তোলন করার জন্য যে বাঁশ ছিলো তা সে রাতের আধারে চুরি করেছে। বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে তাকে আটক করে। আমরা তার উপযুক্ত শাস্তি চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুটুক্তি ও জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে গোলাম রাব্বানী নামে এক যুবককে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।