খোরশেদ আলম জীবন
ময়মনসিংহের ভালুকা উপজেলায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।
২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয় যুবলীগের আয়োজনে আংগারগাড়া বাজারে এ জাতীয় শোক দিবসটি অনুষ্ঠিত হয়।
ডাকাতিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে ওসাধারন সম্পাদক আবদুল্লাহ আল বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এজাদুল হক পারুল, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল, ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম।
এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, মাননীয় এমপি মহোদয়ের একান্ত সচিব ও সাবেক জেলা ছাত্র লীগ নেতা সুমিত চক্রবর্তী নিপুণ, ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক শামছুল হক মনি, উপজেলা যুবলীগ সহ-সভাপতি মশিউর রহমান রুবেল, পলাশ মানিক, মকবুল হোসেন পাঠান, প্রচার সম্পাদক জনম মিস্ত্রি, সোনার বাংলা ডিগ্রী কলেজের প্রভাষক আতাউর রহমান কামাল, ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ লেবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরে আলম জিকু, বীর মুক্তিযোদ্ধা হাজ্বী বিল্লাল হোসেন, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি আসাদুজ্জামান খান দুদু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিনহাজুল আবেদিন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আল আমিন মন্ডল, সাধারন সম্পাদক শরিফ হাসান কাকন প্রমুখ।