খোরশেদ আলম জীবন
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরে ভালুকা নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আলহাজ¦ এম এ হামিদ কারী। উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সালাহ উদ্দিন আহম্মেদের সঞ্চালনায়, প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, ময়মনসিংহ(দ:) জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন সরকার, সাবেক সাংগঠনির সম্পাদক সিরাজুল ইসলাম ঢালী, হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছালাম, উপজেলা শ্রমিকদলের আহবায়ক মনিরুজ্জামান মনির, ওলামা দল কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা মফিজুর রহমান, উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা এসফাকুর রহমান সিদ্দিকী, উপজেলা সেচ্ছাসেকদলের আহবায়ক রুহুল আমিন, যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক নুরুল হক মন্ডল, ভালুকা পৌর শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, যুবদল নেতা আবু সাইদ জুয়েল ও নাইমুল করিম জান্নাত, ছাত্রনেতা আতিকুল ইসলাম মোল্লা, আহসান শেখ, শামিম আহাম্মেদ প্রমূখ। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দলের প্রয়াত নেতা-কর্মিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও গনতন্ত্রের মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।