আকতারুজ্জামান,মেহেরপুর প্রতিনিধি
মেহরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের ছহির উদ্দীন নামের এক বৃদ্ধ মুয়াজ্জিনকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় কবরস্থানের পাশে মুখোশধারী দুই জন তাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। খুনীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। নিহত মুয়াজ্জিন ছহির উদ্দীন (৮৫) সাহেবনগর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে ও স্থানীয় মসজিদের মুয়াজ্জিন এবং সামাজিক কবরস্থান ও ঈদগাহ প্রাঙ্গনের কেয়ার টেকার ছিলেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্র্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, প্রতিদিনের ন্যায় আজ সকালে গোরস্থানের পাশে কাজ করছিলেন ছহির উদ্দীন। এসময় মুখে কালো মুখোশপরা দুই জন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে গ্রামের মানুষ দুর্বৃত্তদের খুঁজতে বের হলেও তাদের কোন হদিস মেলেনি। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পাশাপাশি হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।