ভালুকায় ২০ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার
খোরশেদ আলম জীবন
ময়মনসিংহ ভালুকা রেঞ্জের ধামশুর মৌজার ১২০৭ দাগে ২০ কোটি টাকা মূল্যের ৭.৪৯ একর বনভূমি উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ। বনবিভাগ সূত্রে জানাযায় দির্ঘদিন যাবৎ বেদখল হওয়া বনভূমি বিজ্ঞ আদালতের রায় বনবিভাগের পক্ষে হওয়ায় উক্ত ভুমি সহকারী বন সংরক্ষক ময়মনসিংহের ভালুকা জোন আবু ইউসুফ এর নেতৃত্বে (১২ সেপ্টেম্বর) শনিবার দিন ব্যাপী উদ্ধার হওয়া বনভূমিতে বাগান সৃজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন, হবিরবাড়ী বিট কর্মকর্তা মোঃ দেওয়ান আলী, কাদিগড় বিট কর্মকর্তা আশরাফুল ইসলাম,মল্লিকবাড়ী বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ সকল বিটের ষ্টাফ বাগান সৃজনে অংশ নেয়। ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান যাদের দখলেই বনভূমি রয়েছে সবাইকেই আইনের আওতায় আনা হবে আমাদের এই উদ্ধার অভিযান অব্যহত থাকবে।
পর্যায় ক্রমে সকল বনভুমি উদ্ধার করা হবে।