খোরশেদ আলম জীবন
শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ধনুয়ার গ্রামের বটতলা এলাকায় স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে রাস্তা দখল করে বসতবাড়ী নির্মাণের ও ঘরবন্দী করার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের পক্ষে মোঃ আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, মৃত আব্দুল গনি মিয়ার ছেলে মোঃ আব্দুল আজিজ(৫৫), মৃত আবদুল লতিফের ছেলে মোজাম্মেল হক(৪৫), মৃত আজগর আলী মুন্সির ছেলে মোঃ রমজান আলী(৫৮), মোঃ আব্দুল খালেকের ছেলে বাবুল(৪০), মৃতঃ আব্দুর রশিদের ছেলে ইব্রাহিম(৪২) মৃত আবদুল লতিফের ছেলে মোস্তফা(৩৮), মোঃ রমজান আলীর ছেলে শফিকুল ইসলাম(৩৫) দীর্ঘদিন ধরে আবু বক্কর সিদ্দিক সহ এলাকার আরও বেশ কিছু লোকের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে শত্রুতা পোষণ করিয়া আসিতেছে, হঠাৎ করে একদিন বিবাদী গন এলাকার মানুষের যাতায়াতের রাস্তার ওপর ঘর নির্মাণ করে।
এই রাস্তাটি গত ৭০ থেকে ৮০ বছর যাবত এলাকার লোকজন চলাচল করে আসছে। সম্প্রতি ওই রাস্তা দখল করে ধনুয়া বটতলা এলাকার বাসিন্দা মোঃ আঃ আজিজ ও তার পরিবার বসতবাড়ি নির্মাণ শুরু করেন। এলাকাবাসী একাধিকবার বাধা দিলেও তারা নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।
এবিষয়ে একই এলাকার বাসিন্দা মোঃ শামসুল আলম বলেন, রাস্তা বন্ধ করে বসতবাড়ি নির্মাণে স্থানীয়দের চলাচলে দুর্ভোগ আরও বেড়ে যাবে। তাছাড়া এই রাস্তার পাশে একটি পোল্ট্রি ফার্ম আছে, সেই ফার্মের মুরগির খাবার ও ডিমের গাড়ি প্রবেশ করতে পারছে না। এতে খাবারের অভাবে মারা যাচ্ছে মুরগির বাচ্চা গুলো।
এলাকাবাসী জানায়, এই রাস্তা বন্ধ হওয়ার কারনে চরম দুর্ভোগে আছি আমরা। বাড়ি থেকে বাহিরে বের হতে পারছি না। বাজারে দোকান পাটে যেতে পারছি না, আমরা চরম ভোগান্তি পোহাচ্ছি এর একটা সুষ্ঠ সমাধান চাই।
পরে এ বিষয়ে এলাকাবাসী ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামকে অবগত করে। গত ২৮ সেপ্টেম্বর ইউ’পি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে বিবাদীদের সাথে কথা বলে এলাকাবাসী চলাচলের রাস্তাটি খুলে দিতে বলে। কিন্তু রাস্তার মধ্যে ঘর নির্মাণ করা ব্যক্তি আব্দুল আজিজ ঘর ভেঙে দিতে অনিচ্ছা প্রকাশ করেন। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে রাস্তার ওপর করা অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলে।
এ বিষয়ে আব্দুল আজিজ ও তার পরিবার জানায়, রাস্তার উপর নির্মাণ করা স্থাপনাটি ভাঙার সময় আব্দুল আজিজ ও তার পরিবারের উপর এলাকাবাসী হামলা করে এবং তাদের মারপিট করে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। সেখানে কোন মারামারি হানাহানি হয়নি। একথাটি পুরোটাই ভিত্তিহীন সাজানো।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক এস.আই নাহিদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।