গাজীপুর : থেকে
গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় অসুস্থ শ্রমিককে ছুটি না দিয়ে তালবাহানা করায় অবশেষে কারখানার ভিতরেই মৃত্যু হয়েছে ।
শনিবার (২৪শে অক্টোবর)দুপুরে গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় জিএম এন্ড জেসি কম্পোজিট লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সহকর্মীরা কারখানার সামনে বিক্ষোভ করে ।
নিহত মজিদুল ইসলাম (৩২) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার চাঁদপুর সিঙ্গা গ্রামের আনসার আলীর ছেলে ।
নিহতের সহকর্মী জানায়, সুয়িং অপারেটর মফিদুল ইসলাম শনিবার সকালে যথারীতি কাজে যোগদানের কিছুক্ষণপর তার পেটে ও বুক ব্যথা হলে অনুভব করে।পরে চিকিৎসার জন্য সুপারভাইজারের কাছে ছুটি চান । সুপারভাইজার ছুটি না দিয়ে কারখানার মেডিকেলে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেন । প্রাথমিক চিকিৎসা দেয়ার কিছুক্ষণের মধ্যেই মফিদুল মারা যায় ।
গাজীপুর মেট্টোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম চৌধুরী জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে ।