তৈয়বুর রহমান স্টাফ রিপোর্টার:
শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ইমাম ও ওলামা ঔক্য পরিষদের উদ্যোগে আজ রোজ সোমবার সকাল ১১ ঘটিকার সময়, ফ্রান্সে রাষ্টীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননা করার প্রতিবাদে বিশাল বিক্ষোপ মিছিল ও সীরাতুন নবী (সাঃ) সম্পর্কে আলোচনা সভা আয়েজেন করা হয়। অনুষ্ঠানটিতে হযরত মাওলানা একে এম নামজমুল হুদার সভাপতিত্বে আলহাজ্ব হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন দেশ বরেন্য আলেম হযরত মাওলানা ইলিয়াস ইব্রাহীম বিক্রমপুরী । বাংলাদেশ টেলিভিশনের ক্বারী মুহাম্মদ আজীজুল হক সাহেবের কোরআন তিলাওয়াত মাধ্যমে অনুষ্ঠানের কারযক্র শুরু করেন । প্রতিবাদ ও বিশাল বিক্ষোপ মিছিলে বক্তব্য রাখেন ডাঃ রফিকুল ইসলাম আল মাদানী, হযরত মাওলানা মানসুরুল আলম, হযরত মাওলানা আমিরুল ইসলাম, হযরত মাওলানা হেদায়েত উল্লাহ রাহমানী, চ্যানেল ৫২ এর মুফতি আব্দুল্লাহ আল মারুফ, মুফতি ইসহাক আল ফরিদী, সাবেক ইউপি সদস্য ও গাজিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও এতিমখানা সভাপতি সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও সিরাজুল ইসলাম দুলাল বি,এস,সি , বাহারুল ইসলাম বাবলু, ৮ নং ওয়ার্ড এর বারবার নির্বাচিত মেম্বার মোঃ সাহাব উদ্দিন বাদী সহ স্থানীয় নেতৃৃবৃন্দ ও ওলামায়ে কেরাম ।
বক্তারা বলেন, বিশ্বের বুকে মুসলিম উম্মাহর মনোবলকে ভেঙে দিতেই যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা ইসলামের উপর বারবার আক্রমণ করেছে। বিশ্বনবীর ব্যঙ্গ চিত্র প্রকাশ তারই ঘৃণ্য অপপ্রয়াসের অংশ। ফ্রান্স সরকার মানুষের বিশ্বাসের অনুভুতির জায়গটিকে ক্ষতবিক্ষত করছে। তাই তারা ফ্রান্সের সকল পন্য বয়কট কারার আহবান জানান সকল মুসলিম জনতাকে।
পরিশেষে মাওলানা এ কে এম নাজমুল হুদা সাহেবের সমাপনী বক্তব্য ও হযরত মাওলানা ইলিয়াস ইব্রাহীম বিক্রমপুরী এর মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম সম্পর্কে আলোচনা সভার সমাপ্তি হয়।অবমাননার প্রতিবাদে সোমবার সকাল ৯ থেকে ১১ টা পর্যন্ত আলোচনা সভা ও ১১.৩০থেকে ১২-৩০ মিনিট পর্যন্ত গাজীপুর বাজারের বিভিন্ন রাস্তায় টার দিকে গাবী ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজি, মাদ্রাসার শিক্ষক ইমামদের নেত্রীত্বে প্রায় সহস্রাধিক মুসলমান খন্ড খন্ড মিছিল নিয়ে গাবী হিফজুল কোরআন আশরাফিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হন পরে গাবী গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ সহ মিছিলটি বাদশাগঞ্জ বাজারে যায় সেখান থেকে ফিরে আবার গাবী হিফজুল কোরআন আশরাফিয়া মাদ্রাসায় সমবেত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।