বাংলাদেশে পালিয়ে আসা প্রেমের টানে ভারতীয় তরুণী অবশেষে দেশে ফেরত
মোঃ আরিফুল ইসলাস , নিজস্ব প্রতিনিধি
প্রেমের টানে অবৈধ পথে (১৮) মাস আগে বাংলাদেশে পালিয়ে আসা কৃষ্ণনা জানা(২০)নামের এক তরুনীকে উদ্ধার করে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকালে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির উপস্থিতিতে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেন।
জাস্টিস এন্ড কেয়ারের এরিয়া ম্যানেজার এবিএম মুহিত হোসেন জানান, বাগেরহাটের আকবার মোল্লা নামে একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক করে মেয়েটি ১৮ মাস আগে সীমান্ত পথে অবৈধ ভাবে বাংলাদেশে আসে। পরে আকবরের সাথে বিয়ে হয়। এক পর্যায়ে মেয়েটির বাবা ভারতীয় পুলিশের কাছে অপহরন মামলা করেন। বাংলাদেশ পুলিশ মেয়েটির খোঁজ পেয়ে উদ্ধার করে বাগেরহাট নিরাপদ আবাসন নামে একটি সমাজ সেবা সংস্থ্যার হেফাজতে রাখে। পরে আইনী প্রক্রিয়া সম্পন্ন শেষে তরুনীকে ভারতে তার পরিবারের কাছে পাঠানো হয়।
এসময় উপস্থিত ছিলেন,বেনাপোল ইমিগ্রেশন (ওসি) আহসান হাবিব ও বিজিবির আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলীসহ এনজিও সংস্থ্যার কর্মকর্তারা।