পারুলা রশীদ ঢালী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, সিএনজি ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। আজ শুক্রবার দুুপুরে এই কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকাশইর বাজারের উওর পাশে এ হতাহতের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে এই সড়কে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা অভিমূখী একটি ট্রাক প্রাইভেটকারকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিক্সাকেও চাপা দেয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এ সময় হাসপাতালে আনার পথে নারী ও শিশুসহ ৩ জন মারা যায় এবং গুরুতর আহত ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানাতে পারেনি পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবিএম মুসা জানান, হাসপাতালে আনার পথেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। সবাই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাদেরকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।