লক্ষ্মীপুরে এসপিসি চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুর প্রতিনিধি
এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের (লি:) চেয়ারম্যান আল আমিন প্রধানের মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে জেলা এসপিসি সদস্যদের ব্যানারে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে শতাধিক গ্রাহকের উপস্থিতিতে ঘন্টাব্যাপী এ আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কোম্পানীর স্টার মেম্বার জিএম সায়েম, মো. মহসীন, এমরান হোসেন ও মো. তামীম প্রমুখ।
বক্তারা জানান, এসপিসি ওয়াল্ড এক্সপ্রেস লিমিটেড একটি ই-কমার্স প্রতিষ্ঠান। কোম্পানিটির ২২ লাখ গ্রাহক সংখ্যা রয়েছে। কোম্পনির চেয়ারম্যান প্রতারক নয়। তার বিরুদ্ধে গ্রাহকের কোন অভিযোগ নেই। অবিলম্বে সরকারের কাছে তার নিঃশর্ত মুক্তির দাবী জানান বক্তারা।
প্রসঙ্গত, গত ২৭ তারিখ বিকালে প্রতারণার অভিযোগে ঢাকার উত্তরা থেকে এসপিসির চেয়ারম্যান আল আমিনকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে দারিদ্র বিমোচনের লক্ষ্য নিয়ে ২০১৯ সালের নভেম্বরের দিকে এসপিসি যাত্রা শুরু করে।