শ্রীপুর পৌরসভা নিবার্চন:
এমপি সবুজের স্বপ্ন পূরণে সহযোগিতা করাই হবে আমার কাজ : ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডন
তৈয়বুর রহমান স্টাফ রিপোর্টার
‘গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের স্বপ্ন পূরণে আজীবন কাজ করে যাবো। এমপি সবুজ শ্রীপুরকে যেভাবে সাজানোর স্বপ্ন দেখেছেন, যে স্বপ্ন মানুষকে দেখিয়েছেন সেই স্বপ্ন পূরণে সহযোগিতা করাই হবে আমার কাজ। অন্তত একবার আমাকে ভোট দিয়ে শ্রীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর নিবার্চিত করুন। আমি আপনাদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করবো। ’ আসন্ন শ্রীপুর পৌরসভা নিবার্চনে ৮ নং ওয়ার্ডের ডালিম প্রতীকের কাউন্সিলর প্রাথর্ী ইমরান হোসেন ডন এভাবেই বলছিলেন তার স্বপ্নে কথা। অন্তত একবার তাকে সুযোগ দেওয়ার অনুরোধ নিয়ে ঘুরছেন ভোটারের দুয়ারে দুয়ারে।
করোনার ভয়াবহ প্রাদুর্ভাবের সময় ব্যক্তিগত উদ্যোগে অসংখ্য অভাবী মানুষকে বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়েছেন। তখনই মূলত ৮ নং ওয়ার্ডের সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তারুণ্যদীপ্ত ইমরান হোসেন ডন। তার কমর্ী সমর্থকরা জানান, আসন্ন নিবার্চনে বিপুল ভোটের ব্যবধানে ডন কাউন্সিলর নিবার্চিত হবেন এমনটাই আমাদের প্রত্যাশা। এ ওয়ার্ডে বসবাসরত মানুষের সকল নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূল করার অঙ্গীকার নিয়ে ডন প্রচারণা চালাচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ডন বলেন, দীর্ঘদিন ধরেই এ এলাকার মানুষ নানা রকম ভোগান্তির শিকার হচ্ছেন। সে সব ভোগান্তি দূর করাই হবে তার প্রথম কাজ। তিনি বলেন, আসন্ন নিবার্চনে এ ওয়ার্ডবাসী যদি তাকে ভোট দিয়ে কাউন্সিলর নিবার্চিত করেন তাহলে নাগরিক সুবিধা মানুষের দোরগোড়ায় পেঁৗছে দেওয়ার জন্য কাজ করবেন বলে তিনি অঙ্গীকারাবদ্ধ। সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধেও তার অংশ গ্রহণ থাকবে।