ময়মনসিংহ ভালুকা উপজেলায়
আজ ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৯তম বার্ষিকী।
নিজস্ব প্রতিবেদন।
বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। বিজয়ের দিনে শ্রদ্ধা ও ভালবাসায় দেশজুড়ে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণ করা হচ্ছে।
বিভাগীয় শহর থাকে শুরু করে প্রতিটি জেলায় এবং থানায়,রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর, সাধারণ মানুষের পক্ষ থেকেও স্মৃতিসৌধ ও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সারা দেশের ন্যায় ময়মনসিংহ ভালুকাতেও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।
সেই লক্ষ্যে ভালুকা উপজেলা প্রশাসন কতৃক আয়োজন করা হয় মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি।
কর্মসূচীর মাঝে ছিল সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি,মুক্তিযোদ্ধ স্মৃতিসৌধে পূস্পস্তবক অর্পন,দোয়া মাহফিল, উপজেলা পরিষদ চত্তরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকাকে সালাম প্রদান, বিভিন্ন ভবনে আলোকসজ্জা ও সংক্ষিপ্ত আলোচনা। উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মেয়র ডা: এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম,ওসি মোহাম্মদ মাইন উদ্দিন,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান শেলিনা রশিদ,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাইন উদ্দিন ও প্রশাসনিক কর্মকর্তা, আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,সাংবাদিকগন উপস্থিত।