মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস
আকতারুজ্জামান,মেহেরপুর প্রতিনিধি ॥
নানা কর্মসূচীর মাধ্যমে মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। কিছুটা শিথিলতায় বন্ধ করা হয়েছে কুচকাওয়াজসহ অনেক অনুষ্ঠান। আজ প্রত্যুশে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। সকাল সাড়ে ৬ টার সময় শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রদি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খাঁন ও পুলিশ সুপার এস.এম মুরাদ আলী। এর পর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের পক্ষে সাধারন সম্পাদক এম এ খালেক, যুবলীগের পক্ষে আহবায়ক মাহফুজুর রহমান রিটনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত শেষে জাতীয় পতাকা উত্তোলন ও সেলামী গ্রহণ করেন জেলা প্রশাসক ও জেলা প্রশাসন।