মেহেরপুরে আনন্দ র্যালি
মেহেরপর প্রতিনিধি
মেহেরপুরে মুজিবনগর বিশ^বিদ্যালয় অনুমোদনের দেওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে মেহেরপুরের শিক্ষা পরিবার।আজ সকাল সাড়ে ১১ টার দিকে শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে শোভাযাত্রাটি বের করা হয়। বাদ্যযন্ত্রের তালে তালে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শষ হয়। নেতৃত্ব দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। উপস্থিত ছিলেন আর. আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম,উজলপুর মাধ্যমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, যাদুখালী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানসহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা।
উল্লেখিত, ১৯ ডিসেম্বর বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত একটি চিঠিতে মেহেরপুরে মুজিবনগর বিশ^বিদ্যালয়ের অনুমোদন দেন।