নিজস্ব প্রতিবেদন।
দেশ টিভি বাংলা স্টিকার কপি করে কিছু অসাধু লোক সাংবাদিক পরিচয়, দিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম করে বেড়াচ্ছে। এবং কি বর্তমানে এরকম অপকর্ম করতে গিয়ে, হাতে নাতে আটক হয়েছে। তাই দেশ টিভি বাংলা টেলিভিশনের পক্ষ থেকে। সকল সাংবাদিক ভাই ও বোনে দের অবগতির জন্য জানানো যাইতেছে যে, কোন তথ্য সংগ্রহের জন্য, কোন স্থানে যাইতে হলে, অবশ্যই অফিসকে অবগত করে তথ্য সংগ্রহের জন্য যাবেন। এবং কি আপনাদের পরিচয় পত্র, ফিতা, লোগো ও নিয়গ পত্র থাকতে হবে, একাধিক স্টিকার ব্যাবকরা যাবেনা, এই নিয়ম নেই প্রয়োজনে কোথাও কোন সমস্যা হলে সরাসরি এম,ডি স্যারের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ।
০১৭১১৫১১০২৩