মোঃ মোজাম্মেল সরকার, শ্রীপুর থেকে:
গাজীপুরের শ্রীপুর দখল হওয়া প্রায় পাঁচ বিগা জমি উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার টেপির বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে বন বিভাগ।
সরজমিনে গিয়ে জানাযায়, সাবেক কাউন্সিলার কুদ্দুস আলী (৫০) প্রায় ২ বছর যাবৎ বন বিভাগের ৫ বিঘা জমি দখল করে আল নূর হ্যাচারী নামে একটি পোল্ট্রি মুরগীর ফার্ম পরিচালনা করে আসছে। পরে বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা খবর পেয়ে অভিযান পরিচালনা করে বন বিভাগের ৫ বিঘা জমি উদ্ধার করেন।
সাতখামাইর বিট অফিসের বিট কর্মকর্তা (এম.জি) শহিদুল ইসলাম জানান, শ্রীপুরে বন বিভাগের জমি দখল করে হ্যাচারী নির্মাণের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পাঁচ বিঘা জমি দখলমুক্ত করা হয়। উদ্ধার করা জমির দাম প্রায় ২ কোটি টাকা। তিনি আরও বলেন ভূমিদস্যু কুদ্দুস আলীর বিরুদ্ধে মামলা দেওয়ার প্রক্রিয়া চলছে।