নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শামিম মিয়া (২৬) নামে মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা (বক্তারপুর) গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়,( ৮ জানুয়ারি) রাত সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আসামির নিজ বাড়িতে তল্লাসি চালানো হয়। এসময় আসামির হেফাজতে থাকা ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করেন। পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো: নাসির উদ্দীন জানান, মাদক কারবারি শামিমকে গ্রেফতারের পর নরসিংদী কোর্টে সোপর্দ করা হয়েছে।