মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থীর নিকট গোয়েন্দা সংস্থার মিথ্যা পরিচয় দিয়ে আটক হয়েছেন এক যুবক।
শনিবার দুপুরে পৌরসভার ৩ নং ওয়ার্ডের লোহাগাছ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত সোহেল রানা (৩৬) মাগুরার শালিখা থানার বামনখালী গ্রামের মৃত জলিল মোল্লার সন্তান।
বর্তমানে শ্রীপুরে আমতলা জনৈক ফরিদার বাড়ির ভাড়াটিয়া। সে গত বছর সেনাবাহিনী থেকে চাকুরীচ্যুত হয়ে শ্রীপুরের এসকেবি ২ কারখানায় চাকুরী করতন। পরে সেখান থেকেও তার চাকুরী চলে যায় বলে জানিয়েছে সোহেল। স্থানীয়রা জানান দুপুরে শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আবদুল শাহিদ সরকারের কাছে গিয়ে গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে কথা বলতে থাকে সোহেল।
এসময় শাহিদের সাথে থাকা লোকজনের সন্দেহ হলে, তারা সোহেলের পরিচয় পত্র দেখতে চাইলে দেখাতে পারেনি। পরে স্থানীয় সংবাদকর্মীরা বিষয়টি জানলে আইনশৃঙ্খলা বাহিনীর লোকদেরকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার পরিচয় নিশ্চিত হয়ে আটক করে থানায় নিয়ে যায়।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান তাকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছ।