নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর নগরীর টঙ্গীতে ২৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। শনিবার দিবাগত মধ্যরাতে স্টেশনরোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদে জানতে পারে গাঁজার একটি বড় চালান হবিগঞ্জ থেকে টঙ্গীতে আসছে। পরে টঙ্গীর স্টেশনরোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা।এ সময় চাঁদপুর সদরের শ্রীরামদী এলাকার সাগর (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার আমোদাবাদ এলাকার কানাই দাসকে (৪০) গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে নগদ টাকা, একটি মুঠোফোন ও ট্রাক থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতাকৃতদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা রজু শেষে রোববার গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়।