দেশ টিভি বাংলা প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুনসীপুর গ্রামে চালিয়ে যাচ্ছে রমরমা ফেন্সিডিল ব্যবসা যেন দেখার কেউ নাই, প্রশাসন নীরব ভূমিকায়।
সরেজমিন মুন্সিপুর গ্রাম থেকে ঘুরে দেখা গেছে মুন্সিপুর গ্রামের মাঝ পাড়ার মৃতু হোসেনের ছেলে মাদক সম্রাট খোকন (৪৫)দিনে দুপুরে প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত দেদারছে চালিয়ে যাচ্ছে রমরমা মাদক ব্যবসা।
এই মাদক সম্রাট যেন কাউকে পরোয়া করে না তাকে কোনোভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না।
এলাকাবাসী অভিযোগ করে বলেন যে, এই মাদক সম্রাট খোকন কি আইনের ঊর্ধ্বে?
যে দিনে দুপুরে প্রকাশ্যে হাজার হাজার পিস ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, ভারত থেকে পাচার করে নিয়ে এসে এলাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে এতে ধ্বংস হচ্ছে এলাকার যুব সমাজ।
আর এই মরণনেশা ফেনসিডিল, হেরোইন, ইয়াবা, মদ সহ বিভিন্ন নেশাজাত দ্রব্য তুলে দিচ্ছে এলাকার কোমলমতি যুবসমাজের হাতে।
প্রতিদিন চুয়াডাঙ্গা দামুড়হুদা দর্শনা সহ বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল যোগে ইজিবাইক যোগে প্রতিনিয়ত চলে আসছে এই মাদকসেবীরা মাদক সেবন করার জন্য।
তাতে করে যখন এই মাদকসেবীরা মাদকসেবনের জন্য টাকা সংগ্রহ করতে না পারছে, ঠিক সেই সময় এই মাদকসেবীরা জড়িয়ে পড়ছে এলাকাযর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে, যেমন ছিনতাই ডাকাতি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে এলাকার যুব সমাজ।
এমনকি এলাকাবাসী অভিযোগ করে আরো বলেন যে শুধু তাই নয় এই মাদক সেবীরা মাদক সেবন করার টাকা সংগ্রহ করতে না পারায় তাদের বাসা বাড়ির পিতা-মাতার জামাকাপড় সহ বাশার বিভিন্ন আসবাবপত্র পর্যন্ত বিক্রি করতে দ্বিধা করছে না।
তাতে করে এই যুব সমাজকে বাঁচানোর লক্ষ্যে আমরা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই এই মাদক সম্রাট খোকন কে তার এই মাদক ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য বলেছি কিন্তু কার কথা কে শুনে, সে প্রকাশ্যে বলে যে আমি প্রশাসনকে ম্যানেজ করে ব্যবসা করছি পারলে তোমরা কিছু করে নিও।
এবং এই মাদক সম্রাট খোকন আরো বলেন যে আমাকে যে বাধা দিতে আসবে আমি তাকে মাদক দিয়ে চালান করিয়ে দেবো।
তারই পরিপ্রেক্ষিতে এলাকার সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে যে তারা বলতে গেলে তাদেরকে মাদক দিয়ে চালান দেবে এই বইতে তারা মুখ খুলতে পারছেনা।
তাই এলাকাবাসী অভিযোগ করে বলেন যে যেখানে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় এই মাদককে জিরো টলারেন্সে আনার জন্য রাত-দিন ২৪ ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই মধ্যে কিছু অসাধু ব্যক্তি দেদারছে মাদক বিক্রি করছে, তাই এলাকাবাসীর দাবী এলা কার যুবসমাজকে এই মরণ নেশা ফেনসিডিল, ইয়াবা, মদ এইসকল মাদক থেকে বাঁচানোর লক্ষ্যে এই মাদক সম্রাট খোকনকে অতি দ্রুত আইনের আওতায় এনে তার সঠিক বিচার করার জন্য চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সুধীমহল।