নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের, কালিয়াকৈর উপজেলার গােয়াল বাথান এলাকা থেকে ১ হাজার ৫০১ বােতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ জানুয়ারি) রাতে জেলা গােয়েন্দা শাখা ও কালীগঞ্জ থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম ঢাকা – টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানাে হয়। গ্রেফতারকৃতরা হলাে- নারায়গঞ্জের ফতুল্লার পশ্চিম মাজদাইর এলাকার ভাড়াটিয়া, লালমনিরহাট জেলার আদিতমারী বিন্নাগারী এলাকার মােঃ হােসেনের ছেলে সেলিম (৩২) এবং একই এলাকার ভাড়াটিয়া নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দুর এলাকার মৃত আআব্দুস সাত্তার মিয়ার ছেলে কাওসার মিয়া (৪০) ।
গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) মােহাম্মদ রাসেল শেখ সংবাদ সম্মেলনে জানান, গােপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর গােয়াল বাথান এলাকায় অভিযান চালিয়ে অত্যন্ত সু – কৌশলে অভিনব কায়দায় কাভার্ড ভ্যানের ভিতরে লুকিয়ে রাখা ১৫০১ বােতল ভারতীয় ফেন্সিডিল ও কাভার্ড ভ্যানসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
তিনি আরাে জানান, উদ্ধারকৃত মাদক গুলাে লালমনিরহাটের আদিতমারী থেকে বিক্রির উদ্দেশ্যে নারায়গঞ্জ নেয়া হচ্ছিলো। আটককৃতরা জিজ্ঞাসাদে মাদক ব্যবসায় জড়িত আরাে কয়েক জনের নাম উল্লেখ করেছে। তদন্ত করে জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে । এ ঘটনায় কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।