নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুরে এশিয়ান টিভির সাংবাদিক আবু বকর সিদ্দিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ২২/০১/২০২১ ইং শুক্রবার বিকেল ৩ টায় সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে স্থানীয় সাংবাদিকদের অংশ গ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মাহফুজুর রহমান ইকবাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, শ্রীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা, শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক। বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু,
মানবকন্ঠের শিহাব খান, সাংবাদিক হাদিউল আলম মোড়ল, আরিফ প্রধান, আরিফ মন্ডল, মোশাররফ প্রধান, জহিরুল ইসলাম, শাহাদাত হোসেন, মইজুদ্দিন পারভেজ, রমজান আলী রুবেল, রাকিবুল হাসান আহাদ, উজ্জল মিয়া, আহত সাংবাদিকের সন্তান হাফিজুর রহমানসহ শ্রীপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা এমন পূর্ব কল্পিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও মামলা হলেও আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এ ঘটনায় শুক্রবার বেলা ১১ টায় গাজীপুর সদর প্রেসক্লাবের উদ্যোগে হোতাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য: সংবাদ প্রকাশের জেরে গত বুধবার রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে সিদ্দিকের ওপর হামলা চালিয়ে হাত পা ভেঙ্গে মৃত ভেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফেলে রেখে যায়, পরবর্তীতে প্রতক্ষ্যদর্শী ও পুলিশের সহায়তায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ইমারজেন্সি বিভাগে ভর্তি করেন।