দেশ টিভি বাংলা প্রতিবেদকঃ
মুজিববর্ষের উপহার গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২শতাংশ জমিসহ আধাপাকা ২০টি পরিবারের মধ্যে থেকে ১০টি ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘরগুলো দেয়া হচ্ছে।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে ভূমিহীন ও গৃহহীন ১০টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী। এসময় তাদের মাঝে শ্রীপুর রেঞ্জ কর্মর্কতা আনিসুল হক ৪টি করে ঔষধি, ফলজ, বনজ গাছের চারা ও একটি করে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মোহিতুল ইসলাম জানান, উপজেলায় ২০টি পরিবারের মাঝে জমিসহ আধাপাকা ঘর মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তেলিহাটি ইউনিয়নে ১০টি, বরমী ইউনিয়নের বালিয়াপাড়া গোলাঘাট এলাকায় ৬টি ও প্রহলাদপুর ইউনিয়নের নিমুরিয়া গ্রামে ৪টি ভূমিহীন ও গৃহহীন তৈরী করা হয়েছে। দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর, রান্না ঘর, সংযুক্ত শৌচাগার ও সামনে খোলা বারান্দাসহ প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ্, তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী একেএম মোহিতুল ইসলাম, ফরেস্ট রেঞ্জার আনিসুল হক, তেলিহাটি ভুমি উপসহকারী কর্মকর্তা আব্দুল লতিফ, ইউপি সদস্য তারেক হাসান বাচ্চু ও হাসান হাফিজুর রহমান দিপকসহ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী জানান, বুধবার সকালে তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের ১০টি পরিবারকে ২শতাংশ জমিসহ ঘরগুলো বুঝিয়ে দেয়া হয়েছে। আগামী দু’একদিনের মধ্যে বরমী ও প্রহলাদপুর ইউনিয়নের ঘরগুলোও বুঝিয়ে দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে এ বাড়িগুলো উদ্বোধন করবেন বলে তিনি জানান।